সবাইকে সালাম ও শুভেচ্ছা।আশা করছি ভালো আছেন।একটি মিনি টিউন নিয়ে এলাম।আপনারা অনেকেই হয়তো windows 7 ultimate ব্যবহার করেন কিন্তু সিরিয়াল কী'র অভাবে ফুল ভার্সন হিসেবে ব্যবহার করতে পারেন না।তাদের সমস্যা সমাধান করতে নিয়ে এলাম windows 7 loader সফটওয়্যারটি।windows 7 ultimate ইন্সটল করুন।সিরিয়াল নাম্বার চাইলে ট্রায়াল ভার্সন হিসেবে next ক্লিক করে ইন্সটল সম্পূর্ন করুন।এবার এই সফটওয়্যারটি ইন্সটল করে রান করুন এবং কম্পিউটার রিষ্টার্ট করুন।এরপর আর আপনার কাছে কোন সিরিয়াল নাম্বার চাইবে না।সফটওয়্যারটির সঙ্গে ভিস্তা এবং সেভেন এর অন্যান্য ভার্সনেরও সিরিয়াল কী' দেয়া আছে।যার যার ভার্সন অনুযায়ী পরীক্ষা করে দেখতে পারেন কাজ করে কি না।
মাত্র ২.৩৪ মেগাবাইটের সফটওয়্যারটি মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করতে নীচে ক্লিক করুন।
সতর্কবাণীঃঃঃঃঃসফটওয়্যারটি আমার এক ইতালিয়ান frnd কাছ থেকে নেয়া।সে নিজে এটি ব্যবহার করছে এবং আরও ২ জনকে দিয়েছে যারা ব্যবহার করছে।১০০% কাজ করে।কিন্তু আমি নিজে আমার কম্পিউটারে এটি পরীক্ষা করতে পারিনি কারন আমারটা বৈধ উইন্ডোজ সেভেন হোম প্রেমিয়াম।এটি উইন্ডোজ সেভেনের অন্য কোন ভার্সনে কাজ করে কি না বলতে পারছি না।পরীক্ষা করে দেখতে পারেন।সবশেষে বলতে চাই এই সফটওয়্যারটি কোন কারনবশত কাজ না করলে তার দায়দায়িত্ব আমি নেবো না।কারন এটি আমার নিজের হাতে পরীক্ষিত নয়।ধন্যবাদ সবাইকে।আল্লাহ হাফেজ।।।
No comments:
Post a Comment