Tuesday, March 3, 2015

কম্পিউটারেও করুনঅ্যান্ড্রয়েড ফোনের মতপ্যাটার্ন লক


অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন লক এর
সাথে সবাই পরিচিত।
সিকিউরিটি সিস্টেমে প্যাটার্ন লক
অনেক গুরুত্বপূর্ণ।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মত
এবার আপনার কম্পিউটারেও করুন
প্যাটার্ন লক মাত্র ৮০০ কেবি সফটওয়্যার
দিয়ে ! আর স্বাদ নিন অ্যান্ড্রয়েড
প্যাটার্ন লক কম্পিউটারে !
বেশি কথা বাড়াব না। চলে যাব
সরাসরি আসল কথায়।
প্রথমে ডাউনলোড করে নিন Eusing Maze lock
Lock সফটওয়্যারটি মাত্র ৮০০ কেবি!
ডাউনলোড হয়ে গেলে সেটাপ দিন
সাধারণ সফটওয়্যারের মতই।
ব্যাস, কম্পিউটারে প্যাটার্ন লক দেয়ার
জন্য সফটওয়্যারটি সম্পূর্ণ প্রস্তুত।
সফটওয়্যার সেটাপ দেয়া হল। এবার
ভাবছেন প্যাটার্ন করে দিবেন
কিভাবে? হুম, এতদূর যখন বলেছি। তখন
বাকি টুকুও বলছি। এবার শুনুন প্যাটার্ন লক
করবেন কিভাবে?
উইন্ডোজ সিস্টেম ট্রে -তে থাকা এই
সফটওয়্যার আইকনে ডান বাটন ক্লিক
করে কনফিগার অপশন ক্লিক
করে আপনি নতুন প্যাটার্ন লক
দিতে পারবেন, আবার পুরাতন প্যাটার্ন
লক বদলাতে পারবেন এবং এছাড়াও সব
বিষয়ে সেটিংস করতে পারবেন।
সময়ের অভাবে বিসস্তারিত
বর্ণনা করতে পারলাম না। তবে স্ক্রিনশট
দিয়ে দিলাম। আশা রাখছি,
আপনি সহজেই এই সেটিংস
গুলো করে নিতে পারবেন।
Android-PaternLock-For-PC-1_2.png
Android-PaternLock-For-PC-4_2.png 
Android-PaternLock-For-PC-3_2.png

এবার ভাবছেন, প্যাটার্ন লক
ভুলে গেলে কিভাবে ঠিক করবেন? হুম,
সমস্যা যত সমাধানও তত। প্যাটার্ন
ভুলে যাবার সম্ভাবনা থাকলে আপনি
Backup অপশনটি ব্যবহার করে এর ছবিও
কম্পিউটারের কোন গোপন
ফোল্ডারে রেখে দিতে পারেন।

No comments:

Post a Comment