আমাদের যাদের পার্সোনাল বা ব্যাবসায়িক ওয়াপ সাইট বা ওয়েব সাইট আছে
,তাদের সবারই Cpanel সর্ম্পকে কিছুটা হলেও ধারনা আছে।আমি আজ তেমন এই এক
অ্যান্ড্রয়েড এপ্স এর সাথে পরিচয় করিয়ে দেব আপনাদের। যার নাম cPWebDisk .
আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার ওয়েব বা ওয়াপ সাইটের ফাইল
ম্যানাজার এই ফাইল আপলোড, ফাইল মুভ করা, ফাইল ডিলিট করা, ফোল্ডার ক্রিয়েট
করা এই সব করতে পারবেন।এক কথায় FTP এর কাজ করতে পারবেন। চলুন দেখি কিভাবে
কাজ করতে হবে।
প্রথমে এপ্স টা ডাঊনলোড করে নিন ......... এখানে ক্লিক করুন এইবার ইন্সটল করুন।
এরপর ওপেন করুন নিচের মত একটি পর্দা আসবে...............
এই বার ওকে চাপুন। তারপর মোবাইলের লেফট অপশনে ক্লিক করুন, এই বার এই রকম পর্দা আসবে।এখন Add Server এ ক্লিক করুন......
তারপর আপনার নির্দিষ্ট তথ্য পূরন করে Save icon এ ক্লিক করুন।
এইবার আপনার সেটিং করা ডোমেন নেম এই ক্লিক করে।
ব্যাস আপনার কাজ শেষ...... এখন আপনার মন মত কাজ করুন আপনার সাইটে।
No comments:
Post a Comment