হঠাৎ করে দেখলেন
কম্পিউটার
শর্টকাট ফাইল-
ফোল্ডারে ভরে গেছে।
বারবার ডিলিট
করেও এ
থেকে মুক্তি মিলছে না।
হুটহাট অনেক
ফাইল-ফোল্ডার
হারিয়েও যাচ্ছে।
ইদানীং এই সমস্যায়
প্রায় সবাই পড়ছেন।
এ যন্ত্রণা থেকে খুব
সহজেই
মুক্তি পেতে পারেন।
নিচের
ধাপগুলো অনুসরণ
করুন।
CMD ব্যবহার করে
১. ওপেন CMD
(Command Prompt –
DOS)
২. নিচের
কমান্ডটি হুবহু
লিখুন
attrib -h -s -r -a /s /d
Name_drive:*.*
এবার Name_drive
লেখাটিতে যে ড্রাইভটি আপনি শর্টকাট
ভাইরাসমুক্ত
করতে চান
সেটি লিখুন। যেমন:
C ড্রাইভ
ভাইরাসমুক্ত
করতে চাইলে লিখুন
attrib -h -s -r -a /s /d
c:*.*
৩. এন্টার বাটন
চাপুন
৪. এবার দেখবেন
শর্টকাট ভাইরাস
ফাইল ও
ফোল্ডারগুলো স্বাভাবিক
হয়ে যাবে। এবার ওই
ফাইল ও
ফোল্ডারগুলো ডিলিট
করে দিন।
.bat ব্যবহার করে
Bat ফাইল
হলো নোটপ্যাডে লেখা একটি একজেকিউটেবল
ফাইল। এতে ডাবল
ক্লিক করলেই চালু
হয়ে যায়।
১. নোটপ্যাড ওপেন
করুন।
২. নিচের
কোডটি হুবহু কপি-
পেস্ট করুন
@echo off
attrib -h -s -r -a /s /d
Name_Drive:*.*
attrib -h -s -r -a /s /d
Name_Drive:*.*
attrib -h -s -r -a /s /d
Name_Drive:*.*
@echo complete.
৩. এবার Name_Drive
এর জায়গায় ভাইরাস
আক্রান্ত
ড্রাইভের নাম
লিখুন। যদি তিনটির
বেশি ড্রাইভ
আক্রান্ত হয়
তাহলে কমান্ডটি শুধু
কপি-পেস্ট করলেই
চলবে।
৪. removevirus.bat
এই নাম
দিয়ে ফাইলটি সেভ
করুন।
৫. এবার
ফাইলটি বন্ধ
করে ডাবল ক্লিক
করে রান করুন।
৬. এবার দেখবেন
আপনার শর্টকাট
ভাইরাস ফাইল-
ফোল্ডারগুলো সব
স্বাভাবিক
হয়ে গেছে। এখন সব
ডিলিট করে দিন।
No comments:
Post a Comment