Tuesday, March 10, 2015

দেখে নিন পিসি থেকে কিভাবে এক ক্লিকে শর্টকাট ভাইরাস ডিলেট করবেন

কেমন আছেন সবাই ?
আশা করি ভালই আছেন ।

আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার কম্পিউটার এবং পেনড্রাইভ থেকে শর্টকাট ভাইরাস রিমুভ করবেন । 

বেশির ভাগই শর্টকাট ভাইরাস হলঃ Autorun.inf , $RECYCLE.BIN , Copy to Sortcut(1)......

১. Shortcut Virus Remover v3.1 নামে ডাউনলোড এবং আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন ।

Download It

২. তারপর সফটওয়্যারটা অপেন করুন ।
৩. সিলেক্ট পেনড্রাইভ or কম্পিউটার যেটির আপনি ভাইরাস স্ক্যান করতে চান ।

৪. সিলেক্ট ড্রাইভ এবং স্ক্যান করে নিন ।

৫. তারপর ডিলেট অপশন ক্লিক করুন ।

৬. এখন আপনি যেই ড্রাইভ সিলেক্ট করেছেন সেখান থেকে শরটকাট ভাইরাস রিমুভ হয়েগেছে ।

আশা করি আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন এবং করতে পারছেন । ধন্যবাদ ।

No comments:

Post a Comment