Tuesday, March 3, 2015

→ [১০ সেকেন্ডে পিসি স্টার্ট করুন] ←

নরমালি পিসি স্টার্ট হতে বেশ কিছুক্ষন সময় নেয়। এটা বেশ বিরক্তিকর একটা ব্যাপার। কিন্তু আমরা চাইলে একটা উপায়ে পিসি স্টার্ট হওয়ার টাইমটা কমিয়ে নিতে পারি। সেজন্য নিচের স্টেপগুলা ফলো করুন

→ Run এ গিয়ে regedit লিখুন

→ তারপর HKEY_LOCAL_MACHINE এ যান

→ এরপর System এ যান

→ এরপর Content index এ যান

→ এরপর ডান পাশে Startup Delay তে গিয়ে Decimal সিলেক্ট করে vyalu তে ৪০০০০ দিন।

→ এরপর পিসি রিস্টার্ট করুন

→ দেখবেন যে পিসি আগের চেয়ে দ্রুত স্টার্ট হচ্ছে

1 comment: