Tuesday, March 3, 2015

→ [ইন্টারনেটে 401, 404 ERROR এগুলো কেন হয় জেনে নিন] ←

অনেকসময় আপনি ইন্টারনেট ব্যাবহারের সময় বিভিন্ন সাইটে ঢুকতে গেলে নানা রকম এরর দেখায় যেমন .
 401 ERROR, 400 ERROR Bad request ইত্যাদি।
চলুন আজকে জেনে নি এগুলো কেন হয় এবং কিভাবে এগুলো রোধ করা যায়
 ERROR 400 → এটি একটি Bad রিকুয়েস্ট এরর। প্রথমে চেক করুন আপনি হয়তো ভুল URL টাইপ করেছেন তাই সার্ভার আপনার কমান্ড বুঝতে পারছেনা
 ERROR 401 → আপনি কোন Unauthorized access site ওপেন করতে চাচ্ছেন। এ ক্ষেত্রে আপনার ইউজারনেইম এবং পাস্‌ওয়ার্ড টি আবারো চেক করুন
 ERROR 402 → এটা একধরনের পেমেন্ট required এরর। সাধারণত আমাদের দেশে এই এরর খুব্‌ই কম হয় 
ERROR 403 → আপনি এমন একটি পেইজ ওপেন করতে চাচ্ছেন যেটি নিষিদ্ধ এবং আপনি সেই সাইট ডোমাইনের দ্বারা Blocked
 ERROR 404 → এটা সবচেয়ে কমন এরর। এই এরর দেখালে বুঝে নিবেন যে আপনি এমন একটি পেইজ ওপেন করতে চাচ্ছেন যেটি রিমুভ করে দেয়া হয়েছে অথবা রিনেইম করে দেয়া হয়েছে। URL স্পেলিং চেক করতে ভুলবেন না
ERROR 408 → এটি একটি টাইম আউট এরর। আপনাকে সেই সময়ের মধ্যেই রিকুয়েস্ট সেন্ড করতে হবে যে সময় সার্ভার আপনার জন্য নির্ধারণ করে দিয়েছে

No comments:

Post a Comment