Some Excellent Features of Windows 8:
### Powerful Windows Defender:
উইন্ডোজ ৮ এ যে উইন্ডোজ ডিফেন্ডার দেওয়া আছে তা পূর্বের
অন্য উইন্ডোজ এর চেয়ে অনেক শক্তিশালী।আপনি যদি এটির
আপডেট চালান তাহলে আশা করা যায় আপনার পি সিতে ভাইরাস
তেমন সুবিধা করে পারবে না।আমি অনেকদিন ধরে এটির আপডেট
চালিয়ে আসছি।অনেক ভালো।
###
এর রয়েছে বেশ সুন্দর সুন্দর মেট্রো অ্যাপস
যে গুলো ডিসপ্লেতে দেখতে খুব ভালো লাগে।শুধু দেখতেই
ভালো নয় এগুলো চরম ইনফরমেটিভ ও। এতে আপনার কিছু নেট
খরচ হবে যদি আপনি এটা অফ না করেন।তবে অফ না করাই ভালো।
খুব বেশি এম বি খরচ হয় না।
এই অপারেটিং সিস্টেমটা দেখতে খুবই সুন্দর as comparing
পূর্বের উইন্ডোজ গুলো। এটি মূলত টাচ স্ক্রীন স্টাইলএ করা।
এটি অনেক দ্রুত অন বা অফ হয়। সম্ভবত অন + অফ মিলে এর
সময় লাগে ৯+৯ সেকেন্ড =১৮ সেকেন্ড যা পূর্বের উইন্ডোজ
গুলোর থেকে অনেক Fast.
### Excellent Personalization :
এটিকে আপনি অনেক রকমভাবে পারসনালাইজ করতে পারবেন।
ফটো পাসওয়ার্ডও করতে পারবেন।এটা একটা বিশাল মজার
ব্যাপার।
এছাড়াও আরও অনেক মজার মজার ফিচার আছে উইন্ডোজ ৮ এ।
আসি অন্য কথায়।আমি অনেকের বলতে শুনেছি যে "উইন্ডোজ ৮
একটা ফালতু ও এস এতে অনেক অ্যাপস সাপোর্ট করে না"
ভাই উইন্ডোজ ৮ এ অ্যাপস সাপোর্ট করে না এর একটা কারন
হচ্ছে বেশির ভাগ উইন্ডোজ ৮ ইউজার ডট নেট ৩.৫ এনাবেল
করেন না। যা না করলে নয়। অনেক অ্যাপস শুধুমাত্র এই কারনেই
ইন্সটলই নেয় না কাজ করাতো দূরে থাক।
আপনি "compatibility" change করেও অ্যাপস চালাতে পারেন।
এতে আশা করি আপনার অ্যাপস নিয়ে ভোগান্তি হবে না।
আর একটা জিনিস উইন্ডোজ অবশ্যই Activate
করতে হবে তা না হলে আপনি Personalize ই করতে পারবেন না।
যদি উইন্ডোজ activator লাগে তাহলে Comment এ জানাবেন।
ইন শা আল্লাহ দিয়ে দেব লিঙ্ক।
No comments:
Post a Comment