Sunday, March 15, 2015

যাদের মডেমে USSD ডায়াল করার অপসন নেই তারাও এখন USSD ডায়াল করুন পিসি থেকে

এখন বর্তমানে এমন কিছু মডেম আছে যেগুলো হতে কল তো করা যাই ই না বরং USSD ডায়াল করার অপসন ও নেই। যার ফলে সে সব মডেম হতে ইন্টারনেটের আবসিষ্ট মেগাবাইট চেক করা , ব্যালেন্স চেক করা, মেয়াদ দেখা, ক্রাচ কার্ড রিচার্জ ইত্যাদি প্রয়োজনীয় কাজ গুলো করা যায় না। এবং এসব কাজ গুলো করার জন্য মোডেম হতে সিম খুলে মোবাইলে ঐ  কাজ করতে হয়। এটা সত্যিকার অর্থে খুবি ঝামেলার কাজ। এ কাজের জন্য মডেম ও মোবাইল দুইই খোলামেলা করা লাগে। তবে আজ আমি আপনাদের সাথে যে স্ফট টা শেয়ার করব সেটা ব্যবহার করলে আপনাদের যাদের মোডেমে USSD ডায়াল করার অপসন নেই তারাও এখন USSD ডায়াল করতে পারবেন তবে হ্যা কল করতে পারবেন না।
তাহলে আসুন দেখে নিই স্ফটওয়্যারটির কার্যপ্রণালী
  • প্রথমে এখান থেকে  বা এখানে মিডিয়া ফায়ার লিংক হতে সফ্ট টা ডাউনলোড করে নিন। বিশাল সাইজ মাত্র 120 কেবি ১২০ কিলোবাইট
  • এবার আপনার মডেম এর স্ফটওয়্যার টা ক্লোজ করে দিন। যদি কানেক্ট থাকে তো টাক্সমেনেজার হতে ইন্ড টাক্স করে দিন এতে আপনার ইন্টারনেট ডিসকানেক্ট হবে না।
  • এবার সফ্ট টা ওপেন করুন তাহলে নিচের মত দেখতে পাবেন। এখানে আপনার অপারেটর নেম, নেটওয়ার্ক এর ধরন আপনার নেটওয়ার্ক  কতটা স্ট্রং এপিএন ইত্যাদি দেখতে পাবেন।
  • এখন নিচের চিত্রের মত করে আপনার প্রয়োজন মত USSD কোড বসিয়ে সেন্ট USSD বাটনে ক্লিক করেন। 
  • চিত্রের ন্যায় আপনার কাঙ্খিত ফলাফল দেখতে পাবেন।
  • এভাবে আপনি আপনার সিমে ক্রাচ কাডের মাধ্যমে টাকাও ভরতে পারেন।
  • আপনি চাইলে আপনার নেটওয়াক টাইপ ও নিচের চিত্রের মত পরিবর্তন করতে পারেন।
  • ডিভাইস ইনফো হতে আপনার মডেম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন নিচের চিত্রের ন্যয়।
  • আপনি চাইলে কানেক্ট বাটনে ক্লিক করে আপনার মডেমকে ইন্টারনেটে কানেক্ট ও করতে পারেন।
ভালো থাকবেন সবাই। আর হ্যা আমি জিপি, বাংলালিংক এবং হাওয়াই এর কয়েকটি মডেমে এটি চালিয়ে দেখেছি সবটাতেই সফল ভাবে কাজ করে।

No comments:

Post a Comment