Saturday, April 18, 2015

জুমলা বেসিক [পর্ব-১১] :: কি করে কোন আর্টিকেল এর মাঝে কোন Module শো করাবেন

বন্ধুরা কেমন আছো সবাই, আশা করি সবাই ভাল আছো। আমিও ভাল আছি। আবারও লিখতে বসলাম।
অনেক সময় আমাদের আর্টিকেল এর মধ্যে Module শো করানো লাগতে পারে। মানে হল আমরা তো সুধু জানি Module কি করে পজিশন এ শো করাতে হয় কিন্তু আজ শেখাবো কি করে কোন Module কোন আর্টিকেল এর মাঝে কল করতে হয়।
প্রথমে আমদের একটা Module নিতে হবে। মনে করি আমরা Custom HTML module আর্টিকেল এর মাঝে শো করাবো। কি করে Custom HTML module নিতে হয় আগের টিউন এ আলোচনা করেছি। না দেখলে এখান থেকে দেখে নিন। এখন Custom HTML module ওপেন করার পর যেটা করতে হবে সেটা হল।
প্রথমে আপনার ইচ্ছা মতো কিছু লিখুন বা HTML code অ্যাড করুন যেখানে অ্যাড করতে হয়। এরপর যেখানে পজিশন দিতে হয় ওখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা পজিশন এর নাম দিন এবং এন্টার প্রেস করুন। যেমনটি ছবিতে দেখন হয়েছে।মনে করেন পজিশন এর নাম দিলাম new.
এখন সেভ করে বের হয়ে আসুন।
এরপর যে আর্টিকেল এ শো করাতে চান সেটির মধ্যে প্রবেশ করুন। আর্টিকেল বিষয় এ জানতে আগের টিউন দেখুন।
এখন যেখানে পজিশন লোড করতে চান সেখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখুন
{loadposition new} মানে হল loadposition লেখার পর আপনি যে পজিশন এর নাম দিবেন সেটি লিখুন।
নিছের ছবিটি দেখুন আশা করি বুঝবেন।
তাহলে এখন দেখি ওয়েবসাইট এটি শো করতেছে কি না।



আজকের মতো এখানেই। ভাল থাকবেন সবাই।কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন।

No comments:

Post a Comment