Saturday, April 18, 2015

জুমলা বেসিক [পর্ব-০৩] :: কিভাবে মেনুতে আইটেম যোগ করতে হয়

সকল বন্ধদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন সুরু করছি। আজকে দেখাবো কি করে মেনুতে আইটেম যুক্ত করতে হয়। এর আগের দিন দেখিয়েছিলাম মেনুর নাম তৈরি করা আজকে দেখাবো কি করে সেই মেনুতে আইটেম যোগ করতে হয়।
যাহোক প্রথমে আপনার এডমিন প্যানেল এ লগিন করুণ। এরপর menus এ ক্লিক করে ড্রপডাউন মেনু থেকে আপনি সেদিন যে মেনু তৈরি করেছিলাম সেটিতে ক্লিক করুণ। আমরা সেদিন টপ মেনু নামে একটা মেনু তৈরি করেছিলাম তাই আমরা সেটিতে ক্লিক করলাম। না বুঝলে ছবির দিকে খেয়াল করুণ।

এখন উপরে বাম দিক থেকে New বাটন এ ক্লিক করুণ।
এখন দেখুন একটা উইন্ডো ওপেন হবে এখানে Details এ ক্লিক করুণ অবশ্য এটা ডিফল্ট ভাবে ওপেন হবে।
এখন Menu Title এ আপনার মেনুর নাম দিন। মনে করুণ মেনুর নাম Anytech.
এবার Menu Item type এর দান দিকে Select এ ক্লিক করুণ দেখবেন নিছের ছবির মতো একটা উইন্ডো ওপেন হবে।

মনে করেন আপনি আপনার মেনুতে একটা Article যোগ করবেন তাহলে articles ক্লিক করুণ।
Article কি বা কিভাবে তৈরি করা যায় অন্য এক টিউন এ আলোচনা করবো তবে তবে এই টুকু জেনে রাখুন Article এবং টিউন, পেজ একই জিনিস।
প্রথমে আসা যাক Archived Articles এ, এখানে আপনি সকল Article তারিখ, বছর, এবং মাস অনুযায়ী দেখতে পারবেন।
এরপর Category Blog সিলেক্ট করলে কোন একটা ক্যাটেগরির আন্ডার এ সকল টিউন ব্লগ আকারে দেখাবে।
Category List সিলেক্ট করলে কোন একটা ক্যাটেগরির টিউন লিস্ট আকারে দেখাবে।
Create Article সিলেক্ট করলে আর্টিকেল তৈরির অপশন অ্যাড হবে।
Featured Articles সিলেক্ট করলে Featured article show করবে।
List All category সিলেক্ট করলে সকল ক্যাটেগরির একটা লিস্ট দেখাবে।
Single Article সিলেক্ট করলে একটা পেজ শো করবে।
নিছে আরও অনেকে অপশন আছে আপনারা চেষ্টা করে দেখবেন কোনটাতে কি হয়।

যাহোক মনে করেন আমরা একটা পেজ বা টিউন বা আর্টিকেল শো করাতে চাই তাহলে Single Article সিলেক্ট করুণ।
এখন Select Article এর দান দিকে Select এ ক্লিক করে আপনি যে আর্টিকেল অ্যাড বা শো করতে চান সেটি অ্যাড করুণ।
Target Window থেকে যেটা চান সেটি সিলেক্ট করুণ।তবে যেটা আছে ঐটাই রাখেন।
Template style থেকে Template পরিবর্তন করতে চাইলে করতে পারেন তবে এখানে হাত দেয়ার দরকার নাই।

এখন ডান দিকে আসুন।
Menu Location আমাদের টপ মেনুই আছে তবে আপনি চাইলে অন্য মেনুতেও অ্যাড করতে পারেন।
Parent Item আপনি যদি এই আইটেম কে অন্য কোন আইটেম এর সাব মেনু হিসাবে দেখাতে চান তাহলে ড্রপডাউন থেকে যে যেটার সাব মেনু হিসাবে দেখাতে চান ওইটাতে সুধু ক্লিক করুণ বা সিলেক্ট করুণ আর না চাইলে এখানে হাত দেয়ার দরকার নাই।
Ordering এহল আপনি কোন মেনু আগে বা পরে দেখাতে চান সেটা এখান থেকে ঠিক করে নিতে পারেন।
পরের গুলো আমার মনে হয় আপনি বুঝতে পারবেন একটু চেষ্টা করলে।
এবার বাম দিকে উপরে Save বাটন এ ক্লিক করুণ।

Details এর পর এখন Options এ ক্লিক করুণ।
এখানে আপনি ভালো করে দেখুন আমার মনে হয় বুঝতে পারবেন। এখানে আপনি যেগুলো জিনিস আপনার পেজ বা টিউন বা আর্টিকেল এ শো করাতে চান সেগুলো show or yes এ ক্লিক করুণ।
এখন Page Display এ ক্লিক করুণ।
এখানে Browser page Title একটা নাম দিন যেটা আপনার ব্রাউজার এর Title bar এ দেখাবে।
Page heading দেখাতে চাইলে ইয়েস এ ক্লিক করে Page heading দিন।

Metadata অপশন এ ক্লিক করে meta description and meta keywords দিতে পারেন।
আমি এখানে যেগুলো বিষয় না জানলেই নয় সেগুলো বিষয়ে আলাচনার চেষ্টা করেছি। আরও যে বিষয় গুলো বাকি আছে আপনারা একা একা চেষ্টা করবেন এবং সাইট এ গিয়ে দেখবেন কি পরিবর্তন হয় তাহলে সব কিছু শিখতে পারবেন। কারন একজন মানুষ সব কিছু শেখাতে পারেনা কিছু জিনিস নিজে চেষ্টা করে শিখতে হয় তাহলে সেটা বেশি মনে থাকে। যাহোক কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন আমি সমাধান দেয়ার চেষ্টা করবো।

No comments:

Post a Comment